নিজস্ব সংবাদদাতা : ফুটবলের জাদুকর লিওনেল মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে রবিবার যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেই জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা শহর। মেসির GOAT India Tour 2025-এর মুম্বই পর্বে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডে পল। স্টেডিয়াম ভর্তি হাজার হাজার সমর্থক, ফুটবলের রাজপুত্রের উপস্থিতিতে উচ্ছ্বাসে ভেসেছে মুম্বই ।

গ্যালারিতে একের পর এক ধ্বনি - মেসির নামের স্লোগান, আর্জেন্টিনা ও বার্সেলোনার পতাকা ওড়ানো, সব মিলিয়ে এক বিশাল ফুটবল-উৎসবে পরিণত হয় সন্ধেটা।এই সন্ধ্যায় মেসির আরেকটি বিশেষ মুহূর্ত ছিল Project Mahadev কর্মসূচির সঙ্গে যুক্ত শিশুদের সঙ্গে সময় কাটানো। ছোটদের সঙ্গে হালকা অনুশীলনে অংশ নেন তিনি।

পাস দেওয়া, বল আদানপ্রদান - সবটাই ছিল আনন্দঘন। মেসির মুখে স্পষ্ট ছিল উচ্ছ্বাস। লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডে পলও সক্রিয়ভাবে অংশ নেন এই পর্বে, যা শিশুদের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে।

মেসির হাতে ভারতীয় পতাকার সেই দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।

এক্স-এ অনেকে লেখেন, “Respect earned, love returned”, আবার কেউ মন্তব্য করেন, “এই জন্যই তিনি GOAT.”