Skip to content

জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা— KKR-এর বিশেষ ভিডিও প্রকাশ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে নাইটদের তরফে প্রকাশ করা হয় স্বামীজিকে নিয়ে একটি বিশেষ ভিডিও, যেখানে তুলে ধরা হয়েছে তাঁর জন্মভিটে উত্তর কলকাতার সিমলার বাড়ির ইতিহাস, সংগ্রাম এবং অনুপ্রেরণার বার্তা।

‘স্বামীজির অনুপ্রেরণায় এগিয়ে চলো’— এই মূল ভাবনাকে সামনে রেখে তৈরি ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে নানা আইনি জটিলতা ও দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মভিটে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৮৮৪ সালে স্বামীজির পিতার মৃত্যুর পর সিমলার বাড়ির মালিকানা নিয়ে শুরু হয় আইনি টানাপোড়েন। পরিবারের এক আত্মীয় সেই বাড়ির উপর দাবি জানালে বছরের পর বছর ধরে মামলা চলে। শেষ পর্যন্ত মৃত্যুর কিছু আগে মামলায় জয়ী হন স্বামীজির মা। পরবর্তীকালে স্বামীজির আদর্শ ও স্মৃতিকে বাঁচিয়ে রাখতে রামকৃষ্ণ মিশন সেই বাড়ির দায়িত্ব গ্রহণ করে। আজ সেখানে গড়ে উঠেছে বিবেকানন্দ মিউজিয়াম, যেখানে প্রতিদিন ভিড় জমান অসংখ্য মানুষ।

স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য কেকেআরের।

স্বামী বিবেকানন্দের জীবনদর্শনের অন্যতম দিক ছিল যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্ত করে তোলা। ১৮৯৭ সালে দেওয়া ‘ভারতীয় জীবনে বেদান্তর প্রয়োগ’ শীর্ষক বক্তৃতায় তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ”আমরা দুর্বল, অতি দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য- এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত এক-তৃতীয়াংশ দুঃখের কারণ।” পরে সেকথা বিশদে ব্যাখ্যা করতে গিয়ে বিবেকানন্দ জানিয়েছিলেন, ”আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও-তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে।

দুর্বল শরীর নিয়ে বড় কোনও লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাঁর বিখ্যাত উক্তি— “গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে”— আজও বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই বক্তব্যের খণ্ডিত অংশকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়, আসলে স্বামীজি যুবসমাজকে শক্ত, নির্ভীক ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার কথাই বলেছিলেন।

খেলাধুলার সঙ্গে যুক্ত একটি দল হিসেবে কেকেআর সেই বার্তাকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে। ভিডিওর শেষ অংশে নাইটদের স্পষ্ট বার্তা— “শক্ত মন আর নির্ভীক হৃদয়। এটাই স্বামীজির অনুপ্রেরণা।” একইসঙ্গে জাতীয় যুব দিবসের শুভেচ্ছাও জানানো হয়েছে কেকেআরের তরফে।

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে কেকেআরের এই উদ্যোগ ফের একবার মনে করিয়ে দিল, শক্ত শরীর, দৃঢ় মন এবং সাহসী হৃদয়— এই তিনের সমন্বয়ই যুবসমাজের প্রকৃত শক্তি।

Latest