Skip to content

তাম্রলিপ্ত মাতঙ্গিনী সুইমিং সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : সাঁতার প্রতিযোগিতার আসর বসল তমলুক শহরে।পূর্ব মেদিনীপুরের জেলার তমলুক তাম্রলিপ্ত মাতঙ্গিনী সুইমিং সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হল সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সাঁতারের বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার ব্যস্ততায় শরীর চর্চা বা খেলাধুলো প্রায় বন্ধের দিকে। অথচ সাঁতার শরীরকে সুস্থ রাখে। সেই কথা মাথায় রেখেই বছর বছর আয়োজিত হচ্ছে এই আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা।

ছোটবড় বিভিন্ন দলে মোট ২০৫ জন প্রতিযোগী সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল। অনুর্ধ ১৫ বছর বিভাগে যথাক্রমে আদিত্য সিং ৫০ মিটার এবং ১০০ মিটারে ফ্রিস্টাইলে স্বর্ণ জয় করেছেন এবং ৫০ এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক বিভাগে রৌপ্য জয় করেছেন। অনুর্ধ ১৭ বছর বিভাগে যথাক্রমে যুবরাজ সিং ৫০ এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক বিভাগে ব্রোঞ্জ জয় করেছেন। দুজনেই হুগলি জেলার হিন্দমোটরের ফ্রেন্ডস ইউনিট ক্লাবে সাঁতার অনুশীলন করেন।

Latest