Skip to content

মার্কিন যুক্তরাষ্ট্র এখন টি২০ বিশ্বকাপ ক্রিকেট উৎসবের জন্য সেজে উঠেছে!

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন উৎসবের জন্য সেজে উঠেছে। টি২০ বিশ্বকাপ ক্রিকেট। তার আগেই আচমকা টর্নেডো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়া ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যার জেরে বাতিলই হয়ে গেল যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচও। ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত সে শহরের একাংশ। ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় গ্যালারির কিছু অংশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই এলইডি ভিডিও রিপ্লে স্ক্রিন দুমড়ে ভেঙে যায়। যদিও কর্তৃপক্ষ আশাবাদী, বিশ্বকাপের ওপেনিং ম্যাচে এর কোনও প্রভাব পড়বে না বলেই। ভারতীয় তারিখ অনুযায়ী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। খাতায়-কলমে যথেষ্ট শক্তিশালী ভারতের ক্রিকেট দল। ব্যাটে যেমন রোহিত, বিরাটরা আছেন, তেমনই বোলিং বিভাগ সামলাবেন জশপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব মাঝের সারি সামলাবেন। কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালের স্পিন জুটি প্রতিপক্ষের পরীক্ষা নেবে। সব মিলিয়ে তারকাখচিত দল নিয়েই মাঠে নামছে ‘মেন ইন ব্লু’।

৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। ভারত কিন্তু তারকা সম্বল করেই বিশ্বকাপ জেতার স্বপ্নে একাকার।

Latest