Skip to content

আট উইকেটে ওমানকে হারিয়ে সুপার এইটে পথ উজ্জ্বল করল ইংল্যান্ড!

নিজস্ব সংবাদদাতা : আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটের পথ মসৃণ করল ইংল্যান্ড। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া, তাঁদের পরের ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দ্বিতীয় স্থানে, নেট রান রেট ২.১৬৪। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে,নেট রান রেট ৩.০৮১। আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে উড়িয়ে নেট রান রেট বিশাল বাড়িয়ে নিল ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জোস বাটলার। অস্ট্রেলিয়া ম্যাচে হার এবং স্কটল্যান্ড ম্যাচ বৃ্ষ্টিতে ভেস্তে যেতেই চাপে পড়ে গেছিল ইংরেজরা। কিন্তু ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে পারলেই নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল তাঁদের কাছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেই কাজে সফল। ওমানের বিরুদ্ধে ১৬ ওভার ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন জোস বাটলার, জনি বেয়ারস্টোরা। সেই সুবাদেই সুপার এইটের রাস্তা খোলা রাখল ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁঁড়াতেই পারেনি ওমানের ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তাঁরা। ওমানকে বিশাল ব্যবধানে হারিয়ে দেওয়া সুপার এইটের পথে এক পা বাড়িয়ে রাখেলন বাটলাররা। ইংল্য়ান্ডের হয়ে কাজটা সহজ করে দেন জোফ্রা আর্চার, আদিল রশিদরা।

Latest