Skip to content

96 রানে আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়ে 12.2 ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিল ভারতীর!

নিজস্ব সংবাদদাতা :  যেন স্বপ্নের শুরু! অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন দাপুটে পারফরম্যান্স হয়তো স্বপ্নেও ভাবেননি ভারতের অতি বড় সমর্থক ৷ কিন্তু বোলারদের দাপটে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে 8 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া, তাও আবার 46 বল বাকি থাকতে ৷ বুধবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরার দাপটে মাত্র 96 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ৷ হার্দিক পান্ডিয়া নেন তিন উইকেট, আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা নেন 2টি করে উইকেট ৷ জবাবে 12.2 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের পরে, সমর্থকরা জানতে খুব আগ্রহী ছিলেন যে কে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পাবে। তাই আপনাদের অবগতির জন্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের জন্য জসপ্রীত বুমরাহকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। এই পুরস্কার পাওয়ার ফলে বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মাদের বিশেষ ক্লাবে জায়গা পেয়ে যান জসপ্রীত বুমরাহ। এর আগে এই ক্লাবে ৬জন ভারতীয় ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। এবার তালিকার সপ্তম ভারতীয় ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরাহ।

Latest