নিজস্ব সংবাদদাতা : রাশিয়ায় জঙ্গি হামলা। মস্কোর কনসার্ট হলে বন্দুকবাজের হানা। গুলি-বোমায় মৃত কমপক্ষে ৬০ । হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে।রাশিয়ার রাজধানী মস্কোর ক্রকাস সিটি কনসার্ট হলে শুক্রবার রাতের হামলার ঘটনার দায় স্বীকার করেছে ‘এশিয়ার সবচেয়ে নৃশংস জঙ্গিগোষ্ঠী’ হিসাবে পরিচিত ইসলামিক স্টেট (আইএস)।শুক্রবার গভীর রাতে সেনা পোশাকে ক্রকাস সিটির কনসার্ট হলে ঢুকে পড়ে ২ থেকে ৫ জন সশস্ত্র জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই চলতে থাকে এলোপাথাড়ি গুলি। হলে ‘পিকনিক’ রক ব্যান্ডের অনুষ্ঠান ছিল। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এই হামলা চলে। হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। গুলি চালানো বন্ধ হলে লোকজন সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। অন্তত ৬০ জন মারা গেছেন বলে খবর। আহত আরও অন্তত ১৪৫ জন।