নিজস্ব সংবাদদাতা : সৈরীন্ধ্রী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে, জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার এবং থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটির যৌথ সহযোগিতা এবং দ্যা ইনস্টিটিউট ফর অ্যাক্যাডেমিক এক্সিলেন্স এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির ।এই শিবিরের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অভিনয় কুমার মল্লিক। প্রধান অতিথি শিক্ষারত্ন প্রাপ্ত বেলেবেড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুব্রত মহাপাত্র বলেন, কুষ্টি বা ঠিকুজি নয় বিবাহের পূর্বে একমাত্র সত্য হোক থ্যালাসেমিয়া বাহক নির্ণয়। সম্মানীয় অতিথি রুপে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হাইস্কুল সহ শিক্ষক ও জঙ্গলমহল উদ্যোগের সহ সম্পাদক সুদীপ কুমার খাঁড়া।তিনি বলেন একমাত্র সচেতনতাই পারে থ্যালাসেমিয়া প্রতিহত করতে, প্রয়োজনে থ্যালাসিমিয়া পরীক্ষাকে আইনের আওতায় আনতে হবে।

বিদ্যালয়ে নবম এবং একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন এর আগে থ্যালাসেমিয়া বাধ্যতামূলক করা হোক।কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জীব সেন বলেন ছাত্র-ছাত্রীদের সচেতন করা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ।এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের সভাপতি কার্তিক চন্দ্র আচার্য এই উদ্যোগের সাফল্য কামনা করেছেন।। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ননী গোপাল শীট, জঙ্গলমহল উদ্যোগের সদস্যা দীপান্বিতা সেন খান, মানোয়ারা বেগম প্রমুখ । পশ্চিম মেদিনীপুর থ্যালাসেমিয়া প্রতিরোধ সমিতির সদস্য সনৎ সাউ, নিলয় মন্ডল, খোকন কর, ভগবতী দেবী পিটিটিআই এর অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ মিশ্র প্রমূখ।শিবিরে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর বাহক নির্ণয় করা হয়। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি ড.মধুপ দে।