নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বিতর্কের পর অবশেষে কলকাতায় দেখানো হল ‘বেঙ্গল ফাইলস’। ছবি রিলিজের পর থেকে পশ্চিমবঙ্গে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছিল এই ছবিকে। হাইকোর্টের নির্দেশে কড়া নিরাপত্তায় কলকাতায় বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। আজ, শনিবার ১৩ই সেপ্টেম্বর বিকেল ৪টায় কলকাতার ন্যাশনাল লাইব্রেরির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনের অডিটোরিয়ামে আয়োজিত হল 'বেঙ্গল ফাইলস'। কেবল আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকতে পেরেছিলেন এই বিশেষ প্রিমিয়ার শো তে। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য বেঙ্গল ফাইলস ছবিটি। যদিও বাংলায় অলিখিতভাবে নিষিদ্ধ এই ছবি। কোনো হলেই জায়গা মেলেনি। এমনকী, পরিচালক বিবেকের উপর অভিযোগ বাংলার ইতিহাস বিকৃত করার। ‘বেঙ্গল ফাইলস’ হল বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি, যার আগে এসেছে ‘দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবিটি দাবি করে যে, বিভাজনের পর পশ্চিমবঙ্গে হিন্দুদের নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়েছে। ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং পল্লবী যোশী-সহ বড় তারকারা কাজ করেছেন। বাংলা থেকে ছবিতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস।