Skip to content

'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে তুলকালাম!

নিজস্ব সংবাদদাতা : ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চকে ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতায় । শনিবার সকালে কলকাতার এক বিলাসবহুল হোটেলে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবিটির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বাধে বিপত্তি। পরিচালকের অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই হোটেল কর্তৃপক্ষ জানায়, এই ছবির ট্রেলার লঞ্চ করা যাবে না। এরপরই বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। এই ঘটনার পরই ক্ষোভ উগড়ে দেন পরিচালক।সূত্রের খবর, আগে একটি মাল্টিপ্লেক্সে ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ঠিক হয় একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানটি হবে।

THE BENGAL FILES Official Trailer | Vivek Agnihotri | Abhishek A | Pallavi  J | Zee Studios | 5 Sept

কিন্তু শনিবার সকালে অনুষ্ঠান শুরু হওয়ার পরই বাধা দেওয়া হয় বলে অভিযোগ।এরপরই ক্ষুব্ধ পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘কোনও কারণ ছাড়াই প্রদর্শনকক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রচুর পুলিশ এখানে জড়ো হয়েছে। আমরা তো চোর-ডাকাত নই। ছবি বানাই। সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ভাবিনি।

Latest