Skip to content

নতুন দিশা দেখালো আলোর দিশা!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের বিধাননগর মহিলা স্যোশাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে শ্যাম সংঘ ভবনে অনুষ্ঠিত হলো তাঁদের দ্বিতীয় নিবেদন "আলোর দিশা"।এই ফোরামের উদ্দেশ্যই হল একটু আঁধার ঘেরা জায়গা গুলোতে আলো পৌঁছে দেওয়া। একটু অভাবে থাকা শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলা।আর তাঁদের এই কর্মকাণ্ড শহরের বাইরে ও জেলার বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত গ্রামে গিয়ে চলতে থাকে।আর এই কাজগুলো সুন্দর ভাবে সম্পন্ন করার পেছনে যাঁর আশীর্বাদ থাকে তিনি হলেন এই ফোরামের অভিভাবক বিশিষ্ট উদ্যোগপতি বজরং লাল আগরওয়াল ।

এই অনুষ্ঠানকে ঘিরে এদিন সন্ধ্যায় শ্যামসঙ্ঘ ভবনে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন ফোরামের অভিভাবক আগরওয়াল, বিধায়ক সুজয় হাজরা,নবনিযুক্ত উপপৌরপ্রধান মৌ রায়, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অ কমার্সের সম্পাদক চন্দন বোস, রাজা নরেন্দ্র লাল খাঁন মহিলা মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল ড.স্বপ্না ঘোড়োই, বিশিষ্ট সংগীত শিল্পী জয়ন্ত সাহা, বিশিষ্ট আইনজীবী তীর্থঙ্কর ভকত , মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসুন পড়িয়া,কলসীভাঙ্গা উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দুয়ারী, দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের কর্নধার মাননীয় সুভাশীষ মেইকাপ, ঝাড়গ্রাম সেবায়তনের সম্পাদক তাপস খান, বিশিষ্ট সংগীত শিল্পী সমীর মহান্তি,ঝুমঝুমি চক্রবর্তী, বিশিষ্ট অর্নব সেন বিশিষ্ট সমাজকর্মী সুব্রত মহাপাত্র, সুদীপ কুমার খাঁড়া, সুমন চট্টোপাধ্যায়, কবি অমিত পন্ডিত, আবৃত্তি শিল্পী পলি পাহাড়ি,কবি অভিনন্দন মুখোপাধ্যায়, কবি রাজেশ্বরী ষড়ঙ্গী, চিত্রশিল্পী অদিতি দন্ডপাট, বিধাননগর মহিলা ক্লাবের সদস্য গণ হেল্পিং হ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যাগণ ,শালবিথী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যাগণ সহ অনেক বিশিষ্টজনেরা।

এদিন দুঃস্থ শিশুদের হাতে কম্বল প্রদান করা হয়।বিভিন্ন ক্ষেত্রের নতুন নতুন প্রতিভাদের সম্মানিত করার লক্ষ্যে এদিনের অনুষ্ঠানে নতুন প্রতিভা অদিতি দন্ডপাট কে সম্মানিত করা হয়। এদিনের মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে কচিকাঁচারা ও মূক বধির শিশুরা। মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন সমীর মোহান্তি ও ঝুমঝুমি চক্রবর্তী ।গানের ডালি নিয়ে ভরিয়ে দিয়েছিল আমাদের সবার মন। এদিনের অনুষ্ঠানে ফোরামের পরিবারের অভিভাবকদের সম্মানিত করা হয়। পরিবারের তরফে সম্মানিত হনন দুলাল চন্দ্র দাস, সুশান্ত কুমার মহাপাত্র, আশীষ মিশ্র,স্নেহময় দত্ত সুজিত দত্ত,গৌতম সরকার,সুমন ভট্টাচার্য, পবিত্র হাজরা,সৌমেন্দু দে, শ্রেয়া রায়চৌধুরী, শান্তনু চক্রবর্তী প্রমুখ। ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন শীলা দত্ত, বরুনা মহাপাত্র (রিনা), আগমনী করমিশ্র, সোমা বেরা, মৌসুমী ভট্টাচার্য, সংঘমিত্রা প্রধান, মৈত্রী রায়চৌধুরী, মোনালিসা দাস, রুমা হাজরা, মিলি চক্রবর্তী, মিঠু সরকার প্রমুখ।

Latest