নিজস্ব সংবাদদাতা : সংসদের উচ্চ কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেনা জওয়ানদের নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। কেন্দ্র জানাচ্ছে,আত্মহত্যা করেছেন ৭৩০ জন জওয়ান। স্বেচ্ছাবসর এবং পদত্যাগের সংখ্যা ৫৫ হাজারের বেশি জওয়ান। বেশির ভাগ আত্মহত্যার কারণ ‘ব্যক্তিগত’ বলেই রিপোর্টে জানাচ্ছে। তবে আর একটি অন্যতম বিষয় হিসেবে বলা যায় "কাজের চাপের"। মূলত,জওয়ানদের পরিবার থেকে দিনের পর দিন টানা ডিউটি থেকে কাজ করতে হয়। তারই সাথে সাথে বিনিদ্র রাত কাটানো এই ব্যাপারগুলি আসছে। তবে জওয়ানদের "আত্মহত্যা" কারণ খোঁজার জন্য গঠিত টাস্ক ফোর্স রিপোর্টে জানিয়েছে, ৮০ শতাংশ জওয়ান আত্মঘাতী হয়েছেন ছুটি থেকে ফেরার পরে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘‘স্ত্রী বা পরিবারের কোনও সদস্যের মৃত্যুশোক,দাম্পত্য সম্পর্কের অবনতি অথবা বিবাহবিচ্ছেদ, আর্থিক সমস্যা এবং সন্তানদের শিক্ষার সুযোগের অভাব ইত্যাদি আত্মহত্যার মূল কারণ।’’ জওয়ানদের আত্মঘাতী প্রবণতা, মানসিক চাপ কমাতে যাতে পরিবারকে আরও বেশি সময় দিতে পারেন তা সুনিশ্চিত করতে এ বছর ৪২,৭৯৭ জন জওয়ানকে কিছু দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিতানন্দ রাই বলেন,‘‘চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৬,৩০২ জন জওয়ান তাঁদের পরিবারের সঙ্গে ১০০ দিন কাটিয়েছেন। সিএপিএফ এবং অসম রাইফেলসের জওয়ানদের মধ্যে আত্মহত্যা রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের টাস্ক ফোর্স দায়িত্ব নিয়ে কাজ করছে। জওয়ানদের সঙ্গে নিয়মিত ভাবে কথাবার্তা বলা হয়। তাঁদের কাউন্সেলিং করা হয়।’’