পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, খড়্গপুর,ঘাটাল, গড়বেতা ও দাঁতন কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো তৃতীয় জাতীয় লোক আদালত। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবারের তৃতীয় জাতীয় লোক আদালতের উদ্বোধন করেন জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাস। উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ সহ অন্যান্য বিচারক বৃন্দ , আইনজীবীগণ ও অতিথি বিচারক হিসেবে উপস্থিত সমাজকর্মীগণ।জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ জানান জেলা জুড়ে এদিন সাত হাজারের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে।এই লোক আদালতের মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি রক্তদান, সবুজায়ন ও সুস্বাস্থ্য বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিনের লোক আদালতে মেদিনীপুর কোর্টে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী অরিন্দম ভৌমিক,সাংবাদিক সুজয় খাঁড়া, সমাজকর্মী অধ্যাপক ড.শান্তনু পান্ডা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।