Skip to content

মেদিনীপুর শহরে নাটক শেষে ‘জাস্টিসে’র সুর , দেবশঙ্কর-চৈতিরা বিচার চাইলেন!

1 min read

নিজস্ব সংবাদদাতা : শনিবার মেদিনীপুর শহরের তরুণ কবিদের উদ্যোগে প্রাচ্য নাট্যগোষ্ঠী আয়োজিত ‘খেলাঘর’ নাটকটি মঞ্চস্থ হল প্রদ্যোৎ স্মৃতি সদনে। নাটকে অভিনয় করেন দেবশঙ্কর হালদার, চৈতি ঘোষাল, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা দাস, শুভাশীষ চক্রবর্তী প্রমুখরা৷ মেদিনীপুরের তরুণ কবিদের সৌজন্যে মেদিনীপুর শহর সাক্ষী থাকলো এক অপরূপ নাট্য সন্ধ্যার। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হয় নাটক। নাটক শেষ হওয়ার পর রাত্রি ৮টা ৪৫ মিনিট নাগাদ কলাকুশলীরা মঞ্চে নিজেদের বক্তব্য রাখেন। তারপর আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধ্বনিত হল “জাস্টিস ফর আরজি কর” স্লোগান।আরজি করের ঘটনার প্রতিবাদে ও তিলোত্তমার বিচারের দাবিতে অনেক আগে থেকেই সরব হয়েছেন রাজ্যের নাট্য ব্যক্তিত্বরা। ঘটনার প্রতিবাদে অভিনেতা ও নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় নাট্য অ্যাকাদেমি প্রদত্ত পুরস্কার ও আর্থিক সম্মাননা ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে ঘটনার প্রতিবাদে সরব হয়েছে জেলা শহর মেদিনীপুরও। বিচার চেয়ে মিছিল করেছেন ছাত্রছাত্রী, মেডিকেল পড়ুয়া, সাধারণ মানুষ সকলে। একাধিক মিছিলের পাশাপাশি পালিত হয়েছে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি। শনিবাসরীয় সন্ধ্যায় অনেকেই নাটক দেখতে এসেছিলেন হাতে প্রতিবাদী পোস্টার নিয়ে। নাটকের শেষে নাট্যকর্মীদের প্রতিবাদী স্লোগানে মিশে সরব হল মেদিনীপুরবাসীর প্রতিবাদী কন্ঠস্বর।

Latest

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে  স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচারের অভিযোগে পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্!