Skip to content

সায়েন্স সেন্টার মেদিনীপুরের উদ্যোগে শুরু হলোতিন দিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান কর্মশালা!

নিজস্ব সংবাদদাতা :  ২২শে মে বৃহস্পতিবার সায়েন্স সেন্টার মেদিনীপুর এর উদ্যোগে তিন দিন ব্যাপী বিজ্ঞান কর্মশালার সূচনা হল রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের রবীন্দ্র নীড় সভাগৃহে। বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ১০২ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, JIS বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ বিমলচন্দ্র মাল, সংস্থার সহ সভাপতি তথা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ মাখনলাল নন্দ গোস্বামী, রাজা নরেন্দ্র লাল খান মহিলা (আর.এন.এল.কে) মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অর্জুন মুখোপাধ্যায়, মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ সুভাষচন্দ্র সামন্ত, সংস্থার সম্পাদক সুচাঁদ কুমার পান প্রমুখ শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানের শেষ অংশে Meet the Scientists পর্বে IIT খড়্গপুরের Department of metallurgy & Material Engineering এর অধ্যাপক ডঃ দেবালয় মুখার্জি স্থিতিশীল উন্নয়ন বিষয়ে নতুন গবেষণা নিয়ে শিক্ষার্থীদের অবহিত করেন।আগামী দিন IIT খড়্গপুরের Department of Ocean Engineering and Naval Architecture এর অধ্যাপক ডঃ ঋত্তিক ঘোষাল তার সাম্প্রতিক গবেষণামূলক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করানোর জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান ডঃ বিশ্বপতি জানা এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Remote sensing & GIS বিভাগের অধ্যাপক ডঃ জ্যোতিশঙ্কর মুখোপাধ্যায় তার গবেষণাগার ও open air প্রদর্শনী ঘুরে দেখাবেন । তিনদিনের এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দক্ষ শিক্ষক-শিক্ষিকাদে তত্ত্বাবধানে উৎসাহের সাথে হাতে কলমে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীবন বিজ্ঞানের পরীক্ষানিরীক্ষা সম্পাদন করবে। শেষদিন রাজ্য নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে বায়োডাইভারসিটি পার্ক, গনিতের গ্যালারি, কম্পিউটার ল্যাবরেটরি ও প্রানী বিদ্যার ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ করে দেবেন নির্দিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানরা। সংস্থার সম্পাদক তথা মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ কুমার পান বলেন "১৯৮৭ সাল থেকে সায়েন্স সেন্টার বিজ্ঞান ও বিজ্ঞান-মানসিকতার প্রসারে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তবে আমাদের এই কর্মশালার লক্ষ্য শিক্ষার্থীদের গবেষণামুখী করা ও তাদের অনুসন্ধানী মনকে সঠিক দিশা দেওয়া, আশাকরি এই কর্মশালা শিক্ষার্থীদের গবেষণা ক্ষেত্রে পথপ্রদর্শন করবে।"

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক বিমল চন্দ্র মাল, শিক্ষার্থীদের সাথে পরিবেশ ও আমাদের সামাজিক দ্বায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের কথায় "বইয়ে পড়া বিজ্ঞানের তত্ত্ব গুলো হাতেকলমে প্রমান করতে পেরে নতুন অভিজ্ঞতা হ'ল, গরমের ছুটির মধ্যে এই কর্মশালা আমাদের বৈজ্ঞানিক ধারনা গঠনে সহায়ক হবে।"সায়েন্স সেন্টার কর্তৃপক্ষ জানান "আমাদের এই কর্মশালার উদ্যেশ্য সফল করতে পারলে আমরা তৃপ্ত হব, বিগত বছরের কর্মশালার অভিজ্ঞতা থেকে আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের উতসাহ দেখে সংস্থার পক্ষ থেকে প্রতি বছর গরমের ছুটিতে বিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে এই কর্মশালা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে"।

Latest