Skip to content

শুরু হলো ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ২২ জানুয়ারি, প্রদীপ জ্বালিয়ে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চ থেকেই আগামী বছরের সুবর্ণ জয়ন্তীকে মাথায় রেখে বড়সড় উপহারের ঘোষণা করলেন তিনি। আজ ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের কলকাতা বইমেলা। এবার কলকাতা বইমেলার 'থিম-কান্ট্রি' আর্জেন্টিনা। বইমেলায় ১১০০টি স্টল থাকছে।আগামী বছর কলকাতা বইমেলা পা দেবে ৫০ বছরে।

সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেলা প্রাঙ্গণেই স্থায়ীভাবে গড়ে তোলা হবে ‘বইতীর্থ’। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য হলো, আগামী বছর ৫০তম বইমেলার আগেই যেন এই 'বইতীর্থ' তৈরি হয়ে যায়। বইমেলার পরিকাঠামো উন্নয়ন এবং সারাবছর বই সংক্রান্ত চর্চার কেন্দ্র হিসেবেই এটি কাজ করবে।ছুটির দিনে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকে।

পরিবহণ দপ্তর বইমেলা উপলক্ষ্যে বিশেষ বাসের পরিষেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রুটের বাস বইমেলা প্রাঙ্গণ সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। করুণাময়ী বাস স্ট্যান্ড ছাড়াও ময়ূখ ভবনের সামনে থেকে বিভিন্ন রুটের বাস ছাড়বে বলে খবর।

ইএম বাইপাস ধরে যে সব রুটের বাস চলে, বইমেলা উপলক্ষ্যে ওই সব রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর।

Latest