Skip to content

দক্ষিণ-২৪-পরগনাতে বনকর্মীর উপরে হামলা বাঘের!

1 min read

দক্ষিণ-২৪-পরগনা,নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই পুরুলিয়ার রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারি পাহাড় জঙ্গলে বাঘিনি জিনাতকে উদ্ধার করে বনদফতর। ফেরত পাঠায় ঝাড়খণ্ডে। আর এবার গতকাল দক্ষিণ-২৪-পরগনার মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। একেবারে স্পষ্ট বাঘের পায়ের থাবার ছাপ। আর তাতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। রাতেই বনদফতর থেকে জাল পাতা হয়। সকালে বনকর্মীদের তরফ থেকে চলতে থাকে অভিযান বাঘের সন্ধান। আর সেই সময় ঘটে বিপত্তি। হটাৎই সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে একটি বাঘ। সোজা লাফিয়ে পড়ে এক বনকর্মীর ঘাড়ে। ভয়ঙ্কর কামড়ে ধরে রাখে। বনকর্মীটিকে বাঁচানোর জন্য উপস্থিত অন্যান্য কর্মীরা বাঘটিকে লাঠি দিয়ে আঘাত করেও কিছুতেই বাগে আনা যাচ্ছিলো না। শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে। আশঙ্কা জনক অবস্থায় রয়েছে ওই বন কর্মীটি। বনদফতর থেকে জানা যায়,"এই বাঘকে বাগে আনার জন্য বেগ পেতে হবে। বাঘ খোলা মাঠে চলে এলে তাকে কাবু করার একমাত্র উপায় হল ট্রাঙ্কুলাইজার বা ঘুমের ওষুধ গুলি করা। সেই কাজ করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে।" এই অবস্থায় গ্রাম জুড়ে তৈরী হয়েছে 'বাঘের আতঙ্ক'।

Latest