নিজস্ব সংবাদদাতা : টালিগঞ্জে কালীপুজোর নিরঞ্জনের সময় বাজি ফাটানো নিয়ে শুরু হওয়া সামান্য প্রতিবাদ মুহূর্তেই রূপ নেয় চাঞ্চল্যকর ঘটনায়। বাড়িতেই ছিলেন মামার চার বছরের ছোট ছেলে। প্রতিমা নিরঞ্জনের সময় স্থানীয় কয়েকজন যুবক বাড়ির সামনেই তীব্র শব্দে বাজি ফাটাচ্ছিলেন। শিশু ভয় পেতে শুরু করলে প্রতিবাদ জানান। শব্দবাজির প্রতিবাদ করায় এক পরিবারের উপর চড়াও হয় একদল যুবক। পরিবারের পুরুষ সদস্যদের মারধর করা হয়, আর মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। এমনকি অভিযুক্তরা বাড়িতে ঢুকে ভাঙচুরও চালায় বলে দাবি অভিযোগকারীর। অভিযোগকারী যুবকের দাবি, শুক্রবার রাতে তাঁদের বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর মা, মামা ও পরিবারের অন্য মহিলা সদস্যরা। সেই সময় বাড়িতেই ছিলেন মামার চার বছরের ছোট ছেলে। প্রতিমা নিরঞ্জনের সময় স্থানীয় কয়েকজন যুবক বাড়ির সামনেই তীব্র শব্দে বাজি ফাটাচ্ছিলেন। শিশু ভয় পেতে শুরু করলে তিনি প্রতিবাদ জানান। অভিযোগ, এই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওই যুবকের উপর চড়াও হয় কয়েকজন স্থানীয় বাসিন্দা। বাঁশ ও লাঠি নিয়ে মারধর করা হয় তাঁকে এবং পরিবারের অন্য সদস্যদের। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে, অভিযুক্তরা বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র ভাঙচুরও চালায়। আতঙ্কিত পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ টালিগঞ্জ থানায় ফোন করে সাহায্য চান। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুজোর নিরঞ্জন উপলক্ষে মত্ত যুবকদের অতিরিক্ত উচ্ছ্বাসই এই ঘটনার সূত্রপাত। বাজি ফাটানোয় প্রতিবাদ করায় সেই পরিবারের উপর চড়াও হয় অভিযুক্তরা। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেতাজি নগর থানা এলাকায় বাজি ফাটানোকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ,পাড়ার মত্ত যুবকেরা প্রতিবাদী দম্পতির উপর চড়াও হয়। রাস্তায় ফেলে মহিলাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে।
টালিগঞ্জ! বাজি-বিতর্কে আক্রান্ত পরিবার, বাড়িতে ঢুকে ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ..