Skip to content

পঞ্চাশ বছরের পুরানো গাছ কাটা আটকালেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা!

1 min read
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বড় গেটের বামদিকে প্রাচীন বট গাছ এবং অশ্বত্থ গাছ।

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হর্ষনদিঘীর বড় গেটের বামদিকে প্রাচীন একটি বট গাছ এবং একটি অশ্বত্থ গাছ একসাথে জড়িয়ে রয়েছে। শনিবার সকালে এই দুটি গাছ কাটা হচ্ছিল পি ডব্লিউ ডি-এর যৌথ উদ্যোগে। কিন্তু সকালেই গাছ কাটার খবর জানতে পেরে সেখানে উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা নেতৃত্ব বাবুলাল শাসমল, সুদীপ কুমার খাঁড়া,সন্টু ওঝা, চন্দ্রশেখর দাস, অভিজিৎ দাশ গোস্বামী প্রমুখ। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের পাশাপাশি গাছ কাটার বিরুদ্ধে সোচ্চার হন সাধারণ মানুষ ও এলাকাবাসী। যারা গাছ দুটিকে কাটছিলেন তাঁদের কাছে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এই গাছ কাটার অনুমতি সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। সেই কাগজে কিছু ডালাপালা ছেঁটে ফেলার অনুমতি থাকলেও। গাছ কাটার অনুমতি ছিল না। বিজ্ঞান মঞ্চের সদস্যরা গাছ কাটার কাজ বন্ধের অনুরোধ করেন। পাশাপাশি তাঁরা বনদপ্তর,কোতওয়ালী থানা,পুরসভা সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। যোগাযোগ করা হয় পরিবেশ দপ্তরের আধিকারিক মৃদুল শ্রীমানীর সাথে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিক সাথে যোগাযোগ করেন। পাশাপাশি পরিবেশ প্রেমী সংগঠন বিজ্ঞান মঞ্চ ও মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য সুদীপ কুমার খাঁড়া ওই স্থান থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে লাইভ শুরু করেন। তাঁর লাইভ ভাইরল হয়। তাঁর ভিডিও দেখে আরো অন্যান্য অনেকে বনদপ্তর সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। শেষমেষ ঘটনাস্থলে আসেন বনদপ্তর ও থানার প্রতিনিধি। শেষ পর্যন্ত সকল সাড়ে নটা নাগাদ গাছ কাটা বন্ধ হয়ে যায়।

Latest