Skip to content

টোটো ছিনতাই করতে, প্রতিবন্ধী টোটো চালকের গলার নলি কেটে খুন বহরমপুরে!

1 min read

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা : টোটো ছিনতাইয়ের জন্য এক প্রতিবন্ধী টোটোচালকের গলার নলি কেটে খুন। মৃত টোটোচালক ব্যক্তির নাম কেয়াস শেখ। বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের মোল্লা গেড়েধার রাইমহল এলাকায়। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নতুন বাজার এলাকায় টোটো নিয়ে যাচ্ছিল টোটোচালক কেয়াস শেখ। সেই সময়ে এক দুষ্কৃতী তার টোটো থামায় ও কিছু বোঝার আগেই টোটোচালকের গলার নলি কেটে দেয়। এমনকি টোটোটি নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। দ্রুত এলাকাবাসী ওই টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী ক্ষেত্রে টোটো নিয়ে পালানোর সময় উত্তর পাড়া মোড়ে লরিকে ধাক্কা মারে টোটোটি। লোক জমায়েত হলে ওই দুষ্কৃতী টোটো টি রেখে চম্পট দেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Latest

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে  স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচারের অভিযোগে পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্!