Skip to content

ঋষি রাজনারায়ণ বসুর প্রয়াণ দিবসে মেদিনীপুরে শ্রদ্ধার্ঘ্য, মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে স্মরণসভা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঋষি রাজনারায়ণ বসুর প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ হিসেবে পরিচিত ঋষি রাজনারায়ণ বসুর প্রয়াণ দিবস। উনিশ শতকের নবজাগরণের অন্যতম পুরোধা, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং দেশপ্রেমী রাজনারায়ণ বসুকে এদিন স্মরণ করলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপক, সমাজকর্মী ও স্থানীয় বিশিষ্টজনেরা। এদিনের সকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় ও ঋষি রাজনারায়ণ বসু পাঠাগারে অবস্থিত রাজনারায়ণ বসুর মূর্তিগুলিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি দুই বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত অন্যান্য বিপ্লবী ও মনীষীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কলেজিয়েট স্কুলে প্রাঙ্গণে এই কর্মসূচিতে উপস্থিত কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের ও উপস্থিত ব্যাক্তিবর্গের সামনে ভারতীয় জাতীয়তাবাদে বিকাশে ও শিক্ষা ও সমাজ সংস্কারে রাজনারায়ণের ভূমিকা নিয়ে আলোচনা করেন সমন্বয় সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট বাগ্মী নন্দদুলাল ভট্টাচার্য। এদিনের কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে অধ্যাপক ড . বিশ্বজিৎ সেন, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরী,কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কর,অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী সহ অন্যান্য শিক্ষিকাগণ।এদিনের কর্মসূচিতে সমন্বয় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মন্টু রাম জানা, মানিক চন্দ্র ঘাঁটা, নন্দদুলাল ভট্টাচার্য,পরিমল মাহাতো ,মহীতোষ নাথ, ইউনিটের সম্পাদক তারাপদ বারিক,সহ- সম্পাদক ত্রয় অমিতাভ দাস,সুদীপ কুমার খাঁড়া, দেবী প্রসাদ নন্দী কোষাধ্যক্ষ ড.সুশান্ত দে, ইউনিট সদস্যা সোনালী ঘাঁটা, ইউনিট কার্যকরী কমিটির সদস্য শংকর সেন,ইন্দ্রদীপ সিনহা,সদস্য নারায়ণ প্রসাদ চৌধুরী সহ অন্যান্যরা। তিনটি স্থানেই কর্মসূচি সঞ্চালনা করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সহ সম্পাদক সুদীপ কুমার খাঁড়া।

Latest