Skip to content

গণপতি বসুর জন্মশতবর্ষ উদযাপন উৎসবের সূচনা হলো!

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার ২০শে আগষ্ট মেদিনীপুর শহরে শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে বিশিষ্ট মানবদরদী, সাহিত্য রসিক, অতিথিবৎসল উদ্যোগপতি প্রয়াত গণপতি বসুর জন্মশতবর্ষ উদযাপন উৎসব পালিত হলো । গণপতি বসু জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এবং গণপতি বসু স্মৃতি সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলবার সকালে মেদিনীপুর সদর ঘাটে গণপতি বসু স্মৃতি উদ্যানে অবস্থিত গণপতি বসুর মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে। এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরে শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে । বসু পরিবারের পক্ষে সবাইকে স্বাগত জানান চন্দন বসু।প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সুশান্ত চক্রবর্তী। তারপর বসু পরিবারের পক্ষে সবাইকে স্বাগত জানান চন্দন বসু। আহ্বায়কের ভাষণ দেন কৃষ্ণপ্রসাদ মাইতি । সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় হাজরা, সৌমেন খান,মদন মোহন মাইতি,ড.মুকুল রঞ্জন রায় ,ড. মধূপ দে, ড. বিবেকানন্দ চক্রবর্তী ,জয়ন্ত সাহা, অমিয় ভট্টাচার্য,শ্রুতিনাথ চক্রবর্ত্তী,হীরক দাশগুপ্ত,কুমারেশ ঘোষ,গোষ্ঠ পাখিরা,স্বস্তি মুখার্জী,সুকুমার রায়,পঙ্কজ পাত্র প্রমুখ ।

Latest