Skip to content

পিংলায় বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে পাওয়া গেল সুড়ঙ্গ-ছোট্ট ঘর, ইতিহাস জানতে কাজ বন্ধ করল প্রশাসন!

1 min read

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় পাকা বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়ার সময় সুড়ঙ্গ দেখতে পান কয়েক জন মিস্ত্রি। তারপরই ভিড় উপচে পড়ল এলাকা জুড়ে। বাড়ির মালিকের নাম অনিমা ঘোষ । খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের লোকজন। জানা যায়, মিস্ত্রি কিছুটা গর্ত খোঁড়ার পরই মাটি সরিয়ে দেখতে পান প্রায় ১৫ ফুট লম্বা একটি সুড়ঙ্গ। গোল করে ঘেরা ওই সুড়ঙ্গে ছোট্ট ঘরের মতো। জায়গাটি দেখতে যান পিংলা ব্লক প্রশাসন। জানান, "সুড়ঙ্গটির নির্দিষ্ট কোনও ইতিহাস আছে কি না, তা তদন্তসাপেক্ষ।" সেই কারণে সুড়ঙ্গটি যেখানে পাওয়া গিয়েছে ওই স্থানটিতে প্রশাসনের নির্দেশে বাড়ি তৈরির কাজ আংশিক ভাবে বন্ধ থাকছে। ওই বাড়ির সদস্য অনিমা বলেন, ‘‘আমাদের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। গর্ত খোঁড়ার সময় ইট বার হতে থাকে। পুরনো দিনের সিঁড়ি, সুড়ঙ্গ দেখতে পাওয়া গিয়েছে। পুলিশ এসেছিল, বলে গিয়েছে, ওই জায়গায় আপাতত কাজ বন্ধ রাখতে হবে। বাকি জায়গায় বাড়ি তৈরির কাজ চলছে।’’

Latest