ভোটপর্ব মিটতেই আবার অশান্ত হয়ে উঠল মণিপুর.........
নিজস্ব সংবাদদাতা : আবার অশান্ত হয়ে উঠল মণিপুর। জানা গিয়েছে, শনিবার মধ্য রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে । সেনা ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি করে দুষ্কৃতীরা। জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন সিআরপিএফের দুই জওয়ান। গুরুতর জখম আরও দুই জওয়ান। নতুন করে অশান্তি শুরু হতেই মণিপুর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষ্ণুপুরে নতুন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুষ্কৃতীরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে। ওই শক্তিশালী বিস্ফোরণেই আহত হন চারজন সিআরপিএফ জওয়ান। দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জওয়ানের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গতকাল মধ্যরাত ২টা ১৫ মিনিট নাগাদ সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালায় কুকি জঙ্গিরা । এই ঘটনায় যে দু’জন জওয়ান প্রাণ হারিয়েছেন তাঁরা রাজ্যের বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় মোতায়েন করা সিআরপিএফ ১২৮ টি ব্যাটেলিয়নের। ভারতের নির্বাচন কমিশনের ভোটার অ্যাপ অনুসারে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৯ % ভোট পড়েছে মণিপুরে । এর আগে ২২শে এপ্রিল মণিপুরের ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোট অনুষ্ঠিত হয়েছিল ৷ ১৯শে এপ্রিল প্রথম দফার ভোটের সময় একাধিক কেন্দ্রে হিংসার ঘটনা ঘটে । যার ফলে ওইসব কেন্দ্রে ফের ভোটগ্রহণ হয় ৷ ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় শুক্রবার । তৃতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ই মে।