Skip to content

মেদিনীপুরে অনুষ্ঠিত হলো দু'দিনের ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ ফিল্ম ফেস্টিভ্যাল!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর ফিল্ম সোসাইটি'র চারুলতা প্রেক্ষাগৃহে ফিল্ম সোসাইটি আয়োজিত ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ চলচ্চিত্র উৎসব আয়োজিত হলো দুদিন ধরে। এই উপলক্ষ্যে প্রথম দিনের প্রাসঙ্গিক আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যাসাগর পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়।

দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মনোরঞ্জন গোস্বামী। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মেদিনীপুর ফিল্ম সোসাইটির উপদেষ্টা মদন মোহন মাইতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃতাত্বিক ড. অভিজিৎ গুহ।

উৎসবে দুদিনে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, যুক্তি তক্কো আর গপ্পো এবং সুবর্ণরেখা ছবিগুলি দেখানো হয়।এই উপলক্ষ্যে প্রকাশিত হয় প্রতিবিম্ব বিশেষ সংখ্যা। প্রকাশ করেন ফিল্ম সোসাইটির উপদেষ্টা চন্দন বসু অভিজিৎ গুহ সহ বিশিষ্ট জনেরা।

Latest