নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনা প্রসঙ্গে চিকিৎসকের এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানান, সোমবার রাতে উলুবেড়িয়া শংকরপুরের একটি সরকারি হাসপাতালে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন এক রোগী। পরীক্ষা চলাকালীন রোগী আচমকা চিকিৎসককে লাথি মারেন। তবুও কর্তব্যে অটল থেকে চিকিৎসক রোগীর চিকিৎসা চালিয়ে যান। কিন্তু পরে হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়দের একটি দল চিকিৎসকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রায় ১০ থেকে ১৫ জন চিকিৎসককে ঘিরে হুমকি দিতে শুরু করে — “বাইরে বেরোলেই দেখে নেওয়া হবে”, এমনকি ধর্ষণের হুমকিও দেয় বলে অভিযোগ।চিকিৎসকের পরিবারের দাবি, অভিযুক্ত শেখ বাবুলাল নামে এক ট্র্যাফিক হোমগার্ড চিকিৎসকের হাত মুচড়ে দেয় এবং নিজেকে সিনিয়র পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। সে দাবি করে, “আমায় কেউ ধরতে পারবে না”, এমনকি রাজনৈতিক যোগের কথাও তোলেন। চিকিৎসকের স্বামী আরও জানান, “ওই সময় হাসপাতালে কোনও নিরাপত্তাকর্মী ছিল না। সহকর্মীরা এগিয়ে এসে আমার স্ত্রীকে বাঁচিয়েছেন। এখনো তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।”অভিযোগ, বাবুলাল ওই সময় চিকিৎসককে অশ্লীল মন্তব্যও করে। এদিকে এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। চিকিৎসক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ফের?
উলুবেড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র মহিলা চিকিৎসককে হেনস্থা ও ধর্ষণের হুমকি!
