পূর্ব বর্ধমান: এখনও মেলাইনি যাদবপুরকাণ্ডের রেশ (JU Student Murder Case)। এখনও বুকধুকপুক হয় অভিভাবকদের। আর তারই মাঝে এল একটি মর্মান্তিক খবর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরিখা থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে (Death Mystery)। স্বাভাবিকভাবেই এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃত যুবতীর (Deadbody) পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই যুবতীর পচাগলা দেহ উদ্ধার করেময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠিয়েছে পুলিশ (Police)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরিখাতে আচমকাই ওই যুবতীর দেহ ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এরপরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বর্ধমান মেডিকেলে। খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? দেহ কোথা থেকে কীভাবেই বা পরিখার মধ্যে এসেছে? যুবতীর প্রকৃত পরিচয়ই কী ? জানতে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।