Skip to content

বিদ্যাসাগর সেন্টার কো- অপারেটিভ ব্যাংক প্রাইভেট লিমিটেডের তরফে গ্রাহকদের সুবিধার্থে চালু করা হলো ইউ পি আই ট্রানজেকশন UPI পরিষেবা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিদ্যাসাগর সেন্টার কো- অপারেটিভ ব্যাংক প্রাইভেট লিমিটেডের তরফে গ্রাহকদের সুবিধার্থে চালু করা হলো আধুনিক ডিজিটাল লেনদেনের জন্য ইউ পি আই ট্রানজেকশন পরিষেবা। যার ফলে ব্যাংকের লেনদেন হবে আরও দ্রুত ও সহজ। শুক্রবার “বিদ্যাসাগর সেন্টার কো- অপারেটিভ ব্যাংক প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো ব্যাংকের নতুন ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস পরিষেবা।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রাহকরা ঘরে বসেই সহজে ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থ বহন করার ঝামেলা অনেকটাই কমবে।

মোবাইলের মাধ্যমে ২৪ ঘণ্টা যেকোনো সময় টাকা পাঠানো, বিল মেটানো কিংবা অনলাইনে কেনাকাটার অর্থ প্রদান করা যাবে মাত্র কয়েক সেকেন্ডে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RCS ক-অপারেটিভ ডাইরেক্টর নিরঞ্জন কুমার, ব্যাংকের পশ্চিম মেদিনীপুর বিভাগের ADM ডাক্তার গোবিন্দ হালদার, আকাশ শর্মা, শ্রী পার্থ বসু, শ্রী হিরোজ মাইতি, সহ ব্যাংকের আধিকারিকরা।

অনলাইন লেনদেনের মানুষের কাছে ভরসাযোগ্য হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম। স্বল্প লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। UPI বা ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস ভারত সরকারের তৈরি একটি আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম। যেখানে দ্রুত অনলাইনে টাকার লেনদেন করা যায়। বর্তমানে ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশে চালু হয়েছে ইউপিআই পরিষেবা।

Latest