পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : কঠোর পরিশ্রম থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটা প্রমাণ করে দেখালেন মেদিনীপুর শহরের ছেলে ইন্দ্রাশিষ দত্ত। বারবার ব্যর্থ হয়েও অবশেষে সারা ভারতের ইউপিএসসিতে ৯৪ তে র্যাঙ্ক করে জেলার নাম উজ্জ্বল করলো ইন্দ্রাশিষ দত্ত। ছেলের সাফল্যে অত্যন্ত আনন্দিত পরিবার।মেদিনীপুর শহরের বার্জ টাউন নামক এলাকায় অবসরপ্রাপ্ত কর্মচারী গুরুপদ দত্ত এবং কৃষ্ণা দত্তের দুই ছেলে। তার মধ্যে বড় ছেলে চিকিৎসক, আর ছোট ছেলে ইন্দ্রাশিষ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মাধ্যমিক এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।