নিজস্ব সংবাদদাতা : নাম্বার ৭-এ আবারও ধরা পড়ল ব্রাজিল। আজ ছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলা। মুখোমুখি হয় ব্রাজিল আর উরুগুয়ের। দুর্দান্ত ফর্মে থাকা মার্সেলো বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা তাই ব্রাজিলের জন্য হল মহাপরীক্ষা।খেলার প্রথম থেকে ব্রাজিলকে অসহায় লাগে। অ্যালিজেন্ট স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট অবধি ম্যাচ গোলশূন্য ছিল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।একটা সময় পেলে রোনালদো, রোনালদিনহো ,কাফুদের দেশ বাড়তি সুবিধা পেয়েও কোনো কাজে লাগাতে পারলনা। রোড্রিগো কে বাজে ট্যাকল করায় ম্যাচের ৭৪ মিনিটে লাল কার্ড দেখে উরুগুয়ান নান্ডেজ। প্রায় ১০জনে খেলে আটকে দিলো ব্রাজিল কে। এ বারের মতো কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের। ব্রাজিল আর কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউট হারা নতুন কোনো ঘটনা না। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে হেরে বাদ পড়েছিল ব্রাজিল, আজও উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টারে শুটআউট হারল ব্রাজিল। অন্যদিকে এ বারের কোপাতে একটি ম্যাচও হারেনি উরুগুয়ে। ব্রাজিলের খেলোয়াড়দের বর্তমানে পেনাল্টি শুটআউটে গিয়ে যে নার্ভাস ব্রেকডাউন হয়, এটা খুবই হতাশাজনক। ব্রাজিলকে গ্রেটেস্ট ফুটবলিং নেশন বলা হয় কিন্তু সেই গ্রেটেস্ট ফুটবল নেশনের আজ করুন অবস্থা। এর দায়টা শুধু ব্রাজিল ফুটবল ফেডারেশনের একার না। সাবেক খেলোয়াড়দের দায় অনেকটা। ব্রাজিলকে দল হিসেবে গুছিয়ে নেয়ার খুব বেশি সময় পাননি দরিভাল জুনিয়র। কোপা আমেরিকার আগে হওয়া চারটি প্রীতি ম্যাচই সম্বল। ফলে খেলোয়াড়দের খুব বেশি বাজিয়ে দেখতে পারেননি। তার অধীনে এখনও দল হিসেবে গুছিয়ে উঠতে পারেনি কোপা আমেরিকার নয়বারের চ্যাম্পিয়নরা। সে জন্য কোয়ার্টার ফাইনালেই উরুগুয়ের মতো দলের মুখোমুখি হতে চাননি তিনি।