পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ৩১শে আগস্ট রবিবার,মেদিনীপুর শহরে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে এবং বিদ্যাসাগর ব্যাংক স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫। শহরের ছোটবাজার নিকটে ব্যাংক ভবনেই আয়োজন করা হয় এই বর্ণাঢ্য প্রতিযোগিতার।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয় এই সাংস্কৃতিক আসরে। আবৃত্তি, গান, অঙ্কন ও নৃত্য — এই চারটি বিভাগে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যাংকের জেনারেল ম্যানেজার হিরোজ মাইতি জানান,“শিশু-কিশোরদের মধ্যে সমবায় চেতনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে ব্যাংকের এই সাংস্কৃতিক উদ্যোগ বিশেষ ভূমিকা নেবে।”আনন্দ-উৎসবের আবহে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে এক নতুন মাত্রা এনে দিল।