বরুণ কুমার বিশ্বাস : মানবতাবাদী মহাপুরুষ, নবজাগরণের পথিকৃৎ, বর্ণপরিচয় স্রষ্টা, বিদ্যাসাগর মহাশয়ের ২০৬ তম জন্মদিবস পালন এবং ১৯৯২ সাল থেকে সূচিত দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদান ও সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে মহামানবের আদর্শ প্রচারের লক্ষ্য নিয়ে আজ ২৬ শে সেপ্টেম্বর ঘাটাল মহকুম শাসকের কার্যালয়ের প্রগতি সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষারত্ন গৌরী শংকর বাগ।

উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়, ঘাটাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভীক বিশ্বাস, দাসপুর গান্ধী মিশন ট্রাস্টের কর্ণধার নারায়ন ভাই,সমিতির সম্পাদক তাপস পোড়েল, প্রাক্তন অধ্যাপিকা অনুরূপা দাস, প্রাক্তন প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক, দেবাশীষ মাইতি, সুব্রত বাঙাল,বরুণ কুমার বিশ্বাস, বিভা পাল প্রমূখ।অন্যান্য গুণীজনদের মধ্যে ছিলেন এডভোকেট রজত পাঁজা, দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি, নিমাই দাস অধিকারীর মত সম্মাননীয় ব্যক্তিগণ।বিদ্যাসাগর মহাশয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর উদ্দেশ্যে রচিত উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ সমাজে বিদ্যাসাগর মহাশয়ের সমাজ সংস্কারের বিভিন্ন দিক এবং নারী জাতির উত্তরণে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং সবশেষে দুস্থ ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদান করা হয়।