Skip to content

খড়গপুর শহরের মালঞ্চ বালাজি মন্দির পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে বিজয়া সম্মেলনী!

অরিন্দম চক্রবর্তী : ৭৬তম বর্ষের দুর্গাপুজোর মালঞ্চ বালাজিপল্লী উন্নয়ন সমিতি এবারের থিম ছিল -মায়ের পূজোর সবার পুজো। প্রতিমার ক্ষেত্রে বরাবর এর মত এবারও পুজো কমিটির সদস্যরা সাবেকিয়ানা বজায় রেখেছে। ৪ঠা অক্টোবর বিজয়া সম্মেলনীতে চমক ছিল কুচলা চটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা সদ্য রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া 'শিক্ষারত্ন 'তনশ্রী দাস কে সম্বর্ধনা দেওয়া। মূলত: ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে সঞ্চয়ী মনোভাব আনতে স্কুলে লক্ষী ব্যাংক তৈরি,প্রাথমিক চিকিৎসার হাতে-কলমে শিক্ষার নামকরণ শুশ্রূষা করে বিদ্যালয়ের খোল-নলচে পাল্টে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস। বিদ্যালয়কে মডেল করে পুরো গ্রামের মানুষদের মানসিকতার পরিবর্তন আনতে পেরেছিলেন তিনি। তারই জন্য তিনি এই পুরস্কারের জন্য নির্বাচিত হন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুরের প্রাক্তন পৌরপ্রধান ও MKDA ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার। সম্মেলনের মঞ্চে সম্বর্ধনা দেন ক্লাবের পক্ষ থেকে দীপক কুমার দাশগুপ্ত, সমীর গাঙ্গুলী, সুরজিৎ বর্ধন, সুজিত ঘোষাল ও সোমা মুখার্জী। এক সংক্ষিপ্ত বক্তব্যের তনুশ্রী দাস বলেন-'কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আমার কর্তব্যে আমি যেন অবিচল থাকি'। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নানা রকম গানের ডালি নিয়ে সংগীত পরিবেশন করেন জি বাংলা ও স্টার জলসার শিল্পী ঐন্দ্রিলা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা মুখার্জী ও গৌতম ব্যানার্জি।

Latest