নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যেই খুবই ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিয়ো। দেখা যায় মাত্র ১৮ বছরের এক তরুণ নাম মিথিলেশ মাঞ্ঝি। বিহারের বাসিন্দা। যিনি নকল পোশাক আর বন্দুক সাথে রেখে নিজেকে পরিচয় দিচ্ছিলেন IPS অফিসার হিসেবে। খবর পেতেই সেকেন্দ্রা থানার পুলিশ এই ভুয়ো IPS- অফিসারকে গ্রেফতার করে ও থানায় জিজ্ঞাসাবাদ করে। পুলিশকে তরুণ মিথিলেশ মাঞ্ঝি জানায় যে তাঁকে মনোজ সিং নামের এক ব্যক্তি ২ লক্ষ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পাইয়ে দেবার আশ্বাস দিয়েছিল। সেই মতো মিথিলেশ প্রায় সব টাকা মনোজের হাতে তুলে দেন। এরপরেই স্থানীয় খায়রা স্কুলের কাছে সেই তরুণকে মনোজ সিং এসে আইপিএস অফিসারের মত পুলিশের উর্দি সঙ্গে পিস্তল দিয়ে যায়। স্থানীয়দের বয়ানের ভিত্তিতে পুলিশেরা তাঁকে চিহ্নিত করে ফেলে।