Skip to content

অক্সফোর্ডে এসে মুখ্যমন্ত্রীর সাথে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী!

নিজস্ব প্রতিবেদন : সৌরভের আগেই বাসে চড়ে অক্সফোর্ডে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লন্ডন থেকে গাড়িতে বিশ্ববিদ্যালয় শহরে পৌঁছোন সৌরভ। রাস্তায় দেখা হয়ে গেল দু’জনের। সৌরভ পৌঁছোনোর আগেই অবশ্য মুখ্যমন্ত্রীকে প্রাচীন অক্সফোর্ডের নানা মাইলফলকের সামনে নিয়ে গিয়ে তার ইতিহাস সম্পর্কে অবহিত করেন অক্সফোর্ড কর্তৃপক্ষ। শেল্ডনিয়ান থিয়েটার, বডলিয়ান লাইব্রেরির মতো কয়েক শতাব্দী প্রাচীন ভবনে নিয়ে যাওয়া হয় মমতাকে। শেল্ডনিয়ান থিয়েটারেই প্রতি বছর অক্সফোর্ডের সমাবর্তন হয়।

Latest