Skip to content

শনিবার জাতীয় মহিলা কমিশনের সামনে হাউহাউ করে কাঁদলেন হিন্দু মহিলারা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার মালদহের আশ্রয় শিবিরে কথা বলতে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাঁদের কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার দিনভর ওই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদহে। আর শনিবার মুর্শিদাবাদে মহিলা কমিশন পৌঁছতেই মহিলারার কান্নায় ভেঙে পড়েন। মাটিতে শুয়ে কাঁদতে থাকেন তাঁরা।মহিলা কমিশনের প্রতিনিধিরা তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রের সব রিপোর্ট দেবেন, বিএসএফ ক্যামপ করার কথাও তাঁরা উল্লেখ করবেন রিপোর্ট। প্রতিনিধিরা বলেন, “আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। কেন্দ্রের সব টিম দায়িত্ব নিয়েছে। গোটা দেশ আপনাদের পাশে আছে। চিন্তা করবেন না ।

রাজ্যপাল বলেন, "এখানে এসে ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বললাম ৷ তাঁদের উপর কতটা অত্যাচার হয়েছে তা তাঁরা জানালেন । ওখানে মহিলাদেরও মারধর করা হয়েছে । কোলের বাচ্চাকে ছুড়ে ফেলা হয়েছে । বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ এসব কিছুতেই বরদাস্ত করা যায় না।

Latest