নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বেকার যুবক- যুবতীদের কাজ এবং আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য একাধিক প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই রকমই একটি প্রকল্প হল উৎকর্ষ বাংলা। এই প্রকল্পে প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক- যুবতীদের সরাসরি কাজের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার।

১১ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের সহযোগিতায়, পশ্চিম মেদিনীপুরের রাঙ্গামাটি সরকারি আই.টি.আই.তে একটি চাকরি ও শিক্ষানবিশ মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় প্রায় ৩৭টি শিল্পসংস্থা বা নিয়োগকর্তা অংশগ্রহণ করে এবং প্রায় ১০০০ জন প্রার্থী অংশ নেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী , অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন ও দক্ষতা) কেম্পা হোন্নাইয়াহ , অ্যাডিশনাল ডিরেক্টর এমপ্লয়মেন্ট অনুপ কুমার মন্ডল, মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের প্রিন্সিপ্যাল মিলন মন্ডল, গভর্নমেন্ট আই.টি.আই মেদিনীপুরের প্রিন্সিপ্যাল সমরেশ সিং সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও আধিকারিক।

এই মেলায় দক্ষতা সম্পন্ন যুবক যুবতীদের হাতে-কলমে অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, ওই দিনই প্রায় ৩১৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এবং ১২৪ জন কে প্রাথমিক ভাবে তালিকাভুক্ত করা হয়েছে, যা জেলার বেকারত্ব দূরীকরণে একটি বড় সাফল্য। এই চাকরি ও শিক্ষানবিশ মেলার উদ্যোগ যুবক যুবতীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে এবং তাদের ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল পথ খুলে দিয়েছে।