নিজস্ব সংবাদদাতা : চাকুরী হারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের পুনরায় নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ার দিকে রাজ্য সরকার কীভাবে এগোবে, তা ইতিমধ্য়েই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি মূলত দ্বিমুখী পথে এগোনোর বার্তা দিয়েছেন। একদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই (৩১ মে, ২০২৫) জারি করা হবে পুনরায় পরীক্ষার বিজ্ঞপ্তি। অন্যদিকে, শীর্ষ আদালত রাজ্যের রুজু করা রিভিউ পিটিশনের কী রায় দেয়। তথ্যাভিজ্ঞ মহল বলছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে রাজ্য সরকার নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য। না হলে তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে যাবে। কিন্তু, চাকরিহারা 'যোগ্য'রা মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকেই 'মৃত্যুর পরোয়ানা'র সঙ্গে তুলনা করলেন!তাঁদের কথায়, 'মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি দেখে আমাদের মনে হল সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন।' তারা বলেন, সাত বছর এক জায়গায় চাকরি করার পর আবার সেই একই চাকরির জন্য ‘যোগ্যতা’ প্রমাণ করতে হবে আমাদের? হাতে গোনা কয়েক দিনের মধ্যে প্রস্তুতি নেওয়া কি সম্ভব? প্রশ্ন ‘যোগ্য’দের। কেন আবার যোগ্যতা প্রমাণ করতে হবে?