নিজস্ব সংবাদদাতা : ২৮ মে থেকে ২৮ জুলাই পর্যন্ত শহর কলকাতার একাধিক জায়গায় জারি হচ্ছে ১৪৪ ধারা। ফলে, পাঁচ থেকে ছয় জনের বেশি জমায়েত করা যাবে না এই সমস্ত এলাকাগুলিতে। শুক্রবার কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে রাস্তায় ১৪৪ ধারা জারি থাকবে।পুলিশ সূত্রে খবর, বেশ কিছু এলাকায় নির্বাচনের পর হিংসাত্মক ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। এই দুই মাস কোনোরকম জনসভা করা যাবে না এই এলাকাগুলিতে। কারোর হাতে অস্ত্র বা লাঠি থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। তবে এবারই এই ধরনের নোটিশ জারি করা হল এমনটা নয়। সূত্রের খবর প্রতি দুমাস অন্তর এই ধরনের নোটিশ জারি করা হয়। সেই নোটিশের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে ফের এই ধরনের নোটিশ জারি করা হয়। তবে এবার বিশেষ বিষয়টি হল যে ২৮শে মে দিনই কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। আর সেদিন থেকেই কলকাতার কিছু অংশে জারি করা হচ্ছে ১৪৪ ধারা।