Skip to content

মেদিনীপুর শহর সংলগ্ন খাস জঙ্গল এলাকায় এক যুবক ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার,তবে কি বৌদি-দেওর সম্পর্ক!

1 min read

নিজস্ব সংবাদাতা : স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। মেদিনীপুর শহর সংলগ্ন খাস জঙ্গল এলাকায় এক সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন স্ত্রী। কিন্তু বুধবার ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করলেন স্থানীয়েরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী ঝন্টু অসমে কর্মরত। মহিলার চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার সকালে ওই মহিলার ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় পড়শিদের। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। মেদিনীপুর কোতোয়াল থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দু’জনকে। মৃতদের নাম নিয়তি মান্ডি (২৩) এবং সমর মান্ডি। পাশাপাশি তাঁদের বাড়ি। ময়নাতদন্তের জন্য দেহ দুটি পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। জোড়া দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্যা গুরুবারি হেমব্রম বলেন, ‘‘সকালে খবর পাই দেওর-বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি এখনও।

Latest