নিজস্ব সংবাদদাতা : জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে মোট ১২০০টি নয়া পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়। আর তাতে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে একাধিক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়। এই ১২০০টি পদের মধ্যে সবথেকে বেশি নিয়োগের উল্লেখ থাকছে রাজ্য স্বাস্থ্য দফতরে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলে নতুন করে কোনও ঘোষণা করা সম্ভব নয়। সেই দিক থেকে এই সিদ্ধান্ত একদমই যথাযথ সময়ে নেওয়া বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।পাশাপাশি রাজ্যে যাতে জলজীবন মিশনে গতি আসে সেই কারণে উল্লেখযোগ্য পদক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন।উল্লেখ্য, বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছিল বড় সিদ্ধান্ত। সেখানেও একাধিক নতুন পদ তৈরির সিদ্ধান্ত অনুমোদন পেয়েছিল। পাশাপাশি পুলিশে বড় সংখ্যায় নিয়োগ হবে, এই সিদ্ধান্তও নেওয়া হয়েছিল রাজ্যের তরফে।