Skip to content

সবুজ সাথী প্রকল্পের একাদশ পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণের শুভ সূচনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুল মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের একাদশ পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণের শুভ সূচনা করেন। এছাড়াও এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জমির পাট্টা প্রদান করা হয়। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরেও কয়েক শতাধিক মানুষকে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া জানান, এদিন বর্ধমান থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে এ জেলায় কৃষি পাট্টা দেওয়া হয় ৬২৭ জনকে, বাস্তু পাট্টা ৭৪ জনকে এবং বন পাট্টা দেওয়া হয় ১৩০ জনকে।

এছাড়াও এদিন মেদিনীপুরের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রায় তিন হাজার ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল প্রদান করা হয়। মেদিনীপুরের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশীদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা, মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক অজিত মাইতি,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি,পুরপ্রধান সৌমেন খান সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Latest