পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শুক্রবার নারী দিবসের দিনে পাঁশকুড়া স্টেশনের মহিলা সংবাদপত্র বিক্রেতা ষাটোর্ধো আল্পনা দন্ডপাটকে বিশেষ ভাবে সম্মাননা জানালো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। উল্লেখ্য বিগত প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে পাঁশকুড়া স্টেশনে সংবাদপত্র বিক্রি করে নিজের জীবন যুদ্ধে এগিয়ে চলেছেন পাঁশকুড়া পৌরসভার সুরানানকা এলাকার বাসিন্দা আল্পনা দেবী।স্বামী জয়দেব দন্ডপাটের হাতে ধরেই তিনি এই কাজ শুরু করেছিলেন।স্বামী অসুস্থ হবার পরে একা হাতে এগিয়ে নিয়ে চলেছেন। বিয়ে দিয়েছেন একমাত্র কন্যার।স্বামীর সেবাও করেন দায়িত্ব সহকারে। নিজেও হাঁটুর ব্যাথাতে অনেকটা কাবু, তবুও নাছোড়বান্দা হয়ে এগিয়ে চলেছেন জীবন সংগ্রামের পথে। এদিন আল্পনা দেবীর হাতে কুইজ কেন্দ্রের তরফে মানপত্র,শাড়ী,শাল,উত্তরীয়, ফুল , চারাগাছ, মিষ্টি, তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি এদিন সম্মাননা জানানো হয় হরিনাম সংকীর্তন শিল্পী আশ্রমিকা সত্তরোর্ধ্ব ছায়া মুখার্জিকে ও আরপিএফ কর্মী প্রগতি কুমারীকে।এরই সাথে সাথেই সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত কুইজ কেন্দ্রের তিন সদস্যা আল্পনা দেবনাথ বসু,অন্তরা বসু জানা ও কমলিকা সামন্তকে। কুইজ কেন্দ্রের পক্ষ থেকে সংগঠনের অন্যান্য মহিলা সদস্যাদের হাতেও নারী দিবসের উপহার দু-এক দিনের মধ্যেই পৌঁছে দেওয়া হবে।এছাড়াও এদিন দুজন সম্ভবনাময় মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের বই তুলে দেওয়া হয়।কুইজ কেন্দ্রের পক্ষে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌতম বসু, সুভাষ জানা,আলোক মাইতি, অপূর্ব কুমার জানা, সুদীপ কুমার খাঁড়া, নিখিলেশ সামন্ত, সৌনক সাহু, শুভ্রাংশু শেখর সামন্ত,মৃত্যুঞ্জয় সামন্ত,গৌতম নন্দ, মুকুল প্রসাদ পাল,ভার্গব সরকার, মনোরঞ্জন মান্না, সৌমিত্র মান্না,নব কুমার সাউ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অঞ্জন মন্ডল।