পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে ‘জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫’ মহিলাদের ফুটবল অংশ নেবে ১৬টি রাজ্যস্তরের আগামী ৩ ও ৪ ই ডিসেম্বর ঐতিহাসিক মেদিনীপুর কলেজ কলেজিয়েট স্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের এক অনন্য ফুটবল উৎসব ‘জঙ্গলকন্যা স্পন্দন কাপ-২০২৫’। এই টুর্নামেন্টের আয়োজন করছে মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার।দু’দিন ব্যাপী এই দিন-রাতের মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি দল, যার মধ্যে রয়েছে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, ছত্রিশগড় প্রভৃতি রাজ্যের একাধিক দল। ফলে মেদিনীপুর শহরে তৈরি হয়েছে এক আন্তর্জাতিক মানের ক্রীড়া উৎসবের আবহ।শুক্রবার সন্ধ্যায় তরুণ সংঘ ব্যায়ামাগারে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। মেদিনীপুর শহরে মহিলাদের এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমী মহলে উন্মাদনা তুঙ্গে। মাঠে আলো, ঢাক-ঢোল, দর্শকের উচ্ছ্বাসে ভরে উঠবে গোটা কলেজ কলেজিয়েট স্কুল ময়দানে। সেই অপেক্ষাতেই এখন মেদিনীপুর শহরবাসী ।