Skip to content

অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম শক্তি সংঘ ব্যায়ামাগার থেকে ইতিহাস তৈরি করার লক্ষ্যে অনিশ সাউ!

নিজস্ব সংবাদদাতা: ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ফেডারেশন আয়োজিত ১২তম জুনিয়র, সিনিয়র, মাষ্টার্স (পুরুষ ও মহিলা ) ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ও ইনক্লাইন বেঞ্চপ্রেস প্রতিযোগিতাতে দেশের হয়ে অংশ নেবে অবিভক্ত মেদিনীপুর জেলার অনীশ সাউ। ১৬ থেকে ১৯শে জুলাই ২০২৫ থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই বছর জানুয়ারি মাসে হরিয়ানাতে জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে অনীশ সাউকে বাছাই করা হয়েছিল। অনীশ সাউ শক্তি সংঘ ব্যায়ামাগারের সদস্য। রাজ্য থেকে মোট ১৩জন (পুরুষ ও মহিলা) এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ করবেন। প্রাচীনতম শক্তি সঙ্ঘ ব্যায়ামাগার ১৯২৫ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সঙ্গত বাজারের প্রতিষ্ঠিত হয়। বিশ্বশ্রী বডি বিল্ডার রমা প্রসাদ মুখার্জী বলেন, শুধু কথায় নয় কাজেও এই ব্যায়ামাগারের বডি বিল্ডিং এবং ওয়েলিফটিং একাধিকবার অবিভক্ত মেদিনীপুর জেলা চ্যাম্পিয়নশিপ এবং টিম চ্যাম্পিয়নশিপ অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে। তিনি আরো বলেন এই শক্তিসংঘ ব্যায়ামাগারের ঐতিহাসিক কৃতিত্ব শ্রী সাধন দেব সিনিয়র ন্যাশানাল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে লাইট ওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। ঐ রেকর্ড সমগ্র মেদিনীপুরের কোন ব্যায়ামাগার আজও ভাঙ্গতে পারেনি।শক্তি সংঘ ক্লাবের সম্পাদক পিন্টু সাউ বলেন আমরা এই ধরণের আরও সুযোগ তৈরি করতে চাই যাতে তরুণ ক্রীড়াবিদরা খেলাধুলার মাধ্যমে উদ্দেশ্য, শৃঙ্খলা এবং গর্ব খুঁজে পেতে পারে।অনিশ সাউ ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং জয়ের বিষয়ে আশাবাদী। তিনি সকলের আশীর্বাদ চেয়েছেন।

Latest