Skip to content

যন্ত্রণার হাজার দিন,ন্যাড়া হলেন চাকরিপ্রার্থীরা!

নিজস্ব প্রতিবেদন : হাজার দিন হয়ে গেল চাকরি প্রার্থীদের আন্দোলন। শীত, গ্রীষ্ম, বর্ষা তাঁরা রাস্তায় বসে রয়েছেন। পুজো, দীপাবলি, ইদ বা বড়দিন তাঁদের কাটছে আন্দোলন করেই। হকের চাকরির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। বিভিন্ন সময়ে আন্দোলনের বিভিন্ন পন্থা অবলম্বন করতে দেখা গিয়েছে তাঁদের। আজ, শনিবার, আন্দোলনের ১০০০ দিনের মাথায় ধর্মতলার ধর্না মঞ্চে এসএলএসটি চাকরি প্রার্থীরা নিজেদের পাওনা চাকরির জন্য ন্যাড়া হলেন। এদিন হকের চাকরির দাবিতে রাস্তাতেই মাথা ন্যাড়া করতে দেখা গেল এক মহিলা আন্দোলনকারীকে। লজ্জার এই ছবি দেখল বহু লড়াইয়ের সাক্ষী থাকা এই শহর।শুধু ওই মহিলা প্রার্থী নন, নিজেদের হকের চাকরির দাবিতে শনিবার মাথা ন্যাড়া করছেন অন্যান্য এসএলএসটি চাকরিপ্রার্থীরাও। পুরুষ চাকরিপ্রার্থীরা এদিন জামা খুলে ধর্নায় বসেছিলেন। তাঁদের বক্তব্য, "এক হাজার দিন অতিক্রান্ত। এখনও চাকরি মিলল না। এরই বিরুদ্ধে এই প্রতিবাদ।"তাঁর কথায়, “বাড়িতে বৃদ্ধ মা, বাবা, অসুস্থ ছেলে। চাকরির আশায় টানা ১ হাজার দিন ধরে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত অবস্থান মঞ্চে আসছি। কিন্তু আর পারছি না। বাধ্য হয়ে মাথা ন্যাড়া করলাম। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। জানতে চাই, কী করলে হকের চাকরি পাব?”চাকরিপ্রার্থীদের বক্তব্য, এভাবে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করলেও আশ্বাস ছাড়া এখনও পর্যন্ত কিছুই মেলেনি। উল্টে বাড়ছে বয়স। কীভাবে নিজেদের সংসার প্রতিপালন করবেন, তা  ভাবতে গেলে উড়ে যাচ্ছে রাতের ঘুম।প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরৎ পাঠিয়ে নতুন ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। গত ৯ নভেম্বর তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির তদন্তে ডেডলাইন বেঁধে দেয় শীর্ষ আদালত। আগামী ২ মাসের মধ্যে সিবিআই, ইডিকে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। 

Latest