Skip to content

ইতিহাসে কনিষ্ঠতম ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ!

1 min read

নিজস্ব সংবাদাতা :  দাবায় ইতিহাস গড়লেন গুকেশ ডোম্মারাজু। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়লেন ভারতীয় তারকা। গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, সেদিন তাঁর বয়স হল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ জিতেছিলেন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছরে। অর্থাৎ গুকেশ যে মাইলস্টোনটা তৈরি করলেন, সেটা যে অনেকদিন টিকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।বৃহস্পতিবার চিনা দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। তার পরেই ভিশির প্রতিক্রিয়া, গুকেশের জয়ে তিনি উচ্ছ্বসিত। লিরেনের বিরুদ্ধে যেভাবে খেলেছেন তরুণ দাবাড়ু, লড়াই কঠিন হলেও যেভাবে মাথা ঠান্ডা রেখে পালটা চালে মাত করেছেন প্রতিপক্ষকে, তাতে গুকেশকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। আনন্দের মতে, “কেবল দাবা খেলা নয়, চাপের মুখে গুকেশের আচরণ আর শরীরীভাষাও অসাধারণ। যথেষ্ট প্রশংসা প্রাপ্য ওর।”

Latest