Skip to content

১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হবে পাকিস্তানে।

বৃহস্পতিবার নির্বাচনের দিন ঘোষণা করল পাকিস্তানে নির্বাচন কমিশন। চলতি মাসেই পাক কেয়ারটেকার সরকারের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ ফুরনোর তিন মাসের মধ্যেই নির্বাচন হবে বলে জানাল কমিশন। প্রসঙ্গত, পাকিস্তানের সাধারণ নির্বাচন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিল পাকিস্তানে বিরোধী শিবির।নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে একাধিক মামলাও দায়ের হয়েছে পাকিস্তানের শীর্ষ আদালতে। পাক সরকার ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে কেন নির্বাচন হচ্ছে না, সেই দাবিতেই মামলা দায়ের হয়। মামলার শুনানি চলাকালীনই নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করে। জানা গিয়েছে, ২৯ জানুয়ারির মধ্যেই নির্বাচনী কেন্দ্রগুলোর সীমা নির্ধারণ করা হবে। তার পর ১১ ফেব্রুয়ারি নির্বাচন। ফলপ্রকাশের দিন অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। 

Latest