নিজস্ব প্রতিবেদন : রবিবার ৩০শে মার্চ সকাল ১১:৫৪ মিনিটে ওড়িশায় খুরদা রোড ডিভিশনের কটক-নেরগুন্ডি রেলওয়ে সেকশনের নেরগুন্ডি স্টেশনের কাছে কোচগুলি লাইনচ্যুত হয়। ঘটনায় বাংলার এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন আহত হয়েছেন। ওড়িশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারঙ্গি জানিয়েছেন, আহত সাতজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সর্বোচ্চ সংখ্যা ১০ জনের বেশি হওয়া উচিত নয়। তিনি বলেন, উদ্ধার অভিযানে রেলওয়েকে সহায়তা করছে এনডিআরএফ এবং ওড়িশা ফায়ার সার্ভিসের কর্মীরা। ৮৪৫৫৮৮৫৯৯৯ এবং ৮৯৯১১২৪২৩৮ হেল্পলাইন চালু করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুতির কারণে তিনটি ট্রেনের রুট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি হল ধৌলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস এবং পুরুলিয়া এক্সপ্রেস। লাইনচ্যুতির বিষয়ে পূর্ব উপকূল রেলওয়ের সিপিআরও অশোক কুমার মিশ্র বলেন, '১২৫৫১ কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যে ১১টি এসি কোচ লাইনচ্যুত হয়েছে। কেউ আহত হয়নি। সকল যাত্রী নিরাপদে আছেন।