Skip to content

অটিজম স্পেকট্রাম ডিসওর্ডারের প্রতিবন্ধকতা নিয়ে জিয়া রায় মাত্র ১৬ বছর বয়সে দ্রুতগামী প্যারা সুইমার হিসাবে সাঁতরে পার করলেন ইংলিশ চ্যানেল!

নিজস্ব সংবাদদাতা : জিয়া রায় বয়স মাত্র ১৬ বছর। অটিজম স্পেকট্রাম ডিসওর্ডারের সমস্যা রয়েছে তার। এই বড় সমস্যাকে জয় করেই ইতিহাসের পাতায় নাম তুললেন জিয়া রায়।সবচেয়ে কমবয়সী ও দ্রুতগামী প্যারা সুইমার হিসাবে সাঁতরে পার করলেন ইংলিশ চ্যানেল।৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিলেন ১৭ ঘণ্টা ২৫ মিনিট।ইংলিশ চ্যানেলের সাঁতার প্রতিযোগিতার ইতিহাসে অটিজম স্পেকট্রাম ডিসওর্ডারের প্রতিবন্ধকতা নিয়ে এই মাইলফলক ছোঁয়া প্রথম মেয়ে সে।ইংলিশ চ্যানেল, যা আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা ইংল্যান্ডকে ফ্রান্স থেকে পৃথক করে। গত ১০০ বছরে, মাত্র ১৭০০ জন ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছেন।সে প্রমাণ করলো - মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।

Latest